জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর উমাকান্ত একাডেমীতে স্ট্রং রুমের প্রস্তুতি খতিয়ে দেখলেন পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলার জেলা শাসক বিশাল কুমার। সোমবার বিকেলে জেলা শাসক, সদর মহকুমা শাসক সহ অনায়ন্য আধিকারিকরা উমাকান্ত একাডেমীতে যান। প্রস্তুতি খতিয়ে দেখেন।
জেলা শাসক জানান, পশ্চিম লোকসভা আসনের নির্বাচন ১৯ এপ্রিল। তাই স্ট্রং রুম ও কাউন্টিং রুমের প্রস্তুতি কেমন চলছে তা দেখতেই এসেছেন। তিনি জানান স্কুল কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তবে যেহেতু পরীক্ষা চলছে তাই সব কিছু বিবেচনা করেই স্ট্রং রুম ও কাউন্টিং হলের প্রস্তুতি চলছে। জেলা শাসক আরও জানান, স্ট্রং রুম ও কাউন্টিং রুমে সি সি টি ভি ক্যামেরা থাকবে। স্ট্রং রুমের দায়িত্বে থাকবে সি আর পি এফ।