স্ক্যুটি ও মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু এক ব্যাক্তির
janatar kalam
Oplus_131072
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে যান দুর্ঘটনা যেন কোনোভাবেই হ্রাস পাচ্ছে না। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও যান দুর্গটনায় প্রাণ হারাচ্ছে বহু মানুষ। এবার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু এক ব্যাক্তির। ঘটনাটি ঘটে আগরতলার শিবনগরের জয়গুরু এলাকায়। জানা যায় মঙ্গলবার বিকেলে এক ব্যক্তি তার স্ক্যুটি নিয়ে শহরের দিকে আসছিল ঠিক তখন শিবনগরের জয়গুরু এলাকায় চলতি টাটা এইচ গাড়ির সাথে সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই স্কুটি চালকের মৃত্যু হয় বলে দাবী করে এলাকাবাসীরা।
ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর পাঠায় দমকল কর্মীদের দমকলকর্মীরা এসে রক্তাক্ত অবস্থার মৃত স্কুটি চালককে উদ্ধার করে নিয়ে যায় জিবি হাসপাতালে। তবে স্থানীয়রা জানায় স্ক্যুটি এবং টাটা এইচ দুটি যানবাহনই দ্রুত গতিতে ছিল যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। তবে খবর লেখা পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায় নি। খবর পেয়ে পুলিশ বটনাস্থলে ছুটে গিয়ে টাটা এইচ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় গোটা এলাকা সহ মৃতের পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।