Site icon janatar kalam

স্কুল পড়ুয়া এক ছাত্রীর আত্মহত্যা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা অব্যাহত। তাই প্রতিদিনই রাজ্যের কোন না কোন এলাকায় ঘটছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। এবার রহস্যজনক কারণে আত্মহত্যার পথ বেছে নিল স্কুল পড়ুয়া এক ছাত্রী। আত্মঘাতী ছাত্রীর নাম মেঘলা জমাতিয়া। বয়স ১৭ বছর। ঘটনা উদয়পুরের কিল্লা এলাকায়। জানা যায় এদিন সকালে নিজ বাড়িতেই বিষ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মেঘলা। বিষয়টি পরিবারের লোকজন প্রত্যক্ষ করতে পেরে গুরুতর অসুস্থ অবস্থায় মেঘলাকে স্থানীয় কিল্লা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে হস্তান্তর করে। আগরতলা জি বি হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মেঘলা। জিবিতে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। পরে মৃতদেহ গয়না তদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। তবে কি কারণে মেঘলা বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিল সে বিষয়ে পরিবারের লোকজন কিছুই জানাতে পারেনি। ফলে স্বাভাবিকভাবেই স্কুল পড়ুয়া এই ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

 

 

 

Exit mobile version