জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রাজধানীর বাণী বিদ্যাপীঠ স্কুলে ফেরহানা দিলো চোরের দল। যদিও এ যাত্রায় মূল্যবান কিছু নিতে পারেনি প্রধান শিক্ষক জানান, এর আগেও ৭-৮ বার স্কুলে চোর ঢুকে ছিল। তিনি বলেন মঙ্গলবার রাতে চোরের দল স্কুলের কম্পিউটার রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল। তারপর ১টি ল্যাপটপ ৫টি ইউ পি এস এবং একটি ফ্যান নেওয়ার জন্যে প্যাক করেছিল। চোরের দল রাস্তায় আসতেই বিষয়টি নজরে আসে পেট্রোলিং এর দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের।
তখন পুলিশ দেখে পালিয়ে যায় চোরেরা। বুধবার সকাল হলে বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানানো হয়। তিনি সঙ্গে সঙ্গে স্কুলে গিয়ে চুরির ঘটনা আঁচ করতে পারেন। তবে দেখা যায় কোনো মাল চুরি হয়নি। সবকয়টি জিনিসই পাওয়া গিয়েছে। আর কোনো জিনিস খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক এই বিষয়টি এলাকার বিধায়ক সহ উপর মহলে অবগত করেছেন। নেশাগ্রস্তরাই এই ধরণের চুরিকাণ্ডের সঙ্গে জড়িত বলে অনুমান করা হচ্ছে।