Site icon janatar kalam

স্কুটি থেকে উদ্ধার হয় ৪০০ কৌটা ব্রাউন সুগার,আটক দুই পাচারকারী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুলিশের হাতে আটকচারশো কোঁটা গন্ধহীন নেশাদ্রব্য। গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে। গভীর রাতে আসাম-আগরতলা জাতীয় সড়ক থেকে এই সাফল্য পায় কুমারঘাট থানার পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিন রমরমিয়ে চলছে তাবৈধ নেশার কারবার। আর শাসক নেতৃত্ব বা প্রশাসন যখন নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্লোগানে ব্যস্ত ৩খনই কুমারঘাট থানার পুলিশ বাজেয়াপ্ত করলো ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে।

রবিবার গভীর রাতে ঊনকোটি জেলার কুমারঘাট থানার পুলিশ এই সাফল্য পায়। ওসিসঞ্জয় দাস জানিয়েছেন, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে পেঁচারথল থেকে কুমারঘাটের দিকে নেশাদ্রব্য নিয়ে ঢুকছে নেশা কারবারীরা। সেই তথ্যের ভিত্তিতে গভীর রাতে আসাম-আগরতলা জাতীয় সড়কের কুমারঘাটের ৯১ মাইল এলাকার নাকা পয়েন্টে ওৎ পেতে বসে পুলিশ। তখনই পেঁচারখলের দিক থেকে কুমারঘাট অভীমুখী স্কুটিটি আসতেই এটি আটকে তল্লাশি চালায় পুলিশ। এই স্কুটি থেকে উদ্ধার হয় ৪০০ কৌটো ব্রাউন সুগার। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া মাদকের আনুমানিকবাজার মূল্য ছয় লক্ষাধিকটাকা।

তাছাড়া পাচারকারীদের দুটি মোবাইল এবং স্কুটিও বাজেয়াপ্ত করা হয়। ধৃতরা হলো স্বর্নজিত দাস এবং দ্বীপরাজ দাস। তাদের বাড়ী কুমারঘাট থানা এলাকায়। ধৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা নিয়েছে পুলিশ। সোমবার তাদের রিমাণ্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। ওসি জানিয়েছেন, এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা বেরিয়ে আসবে ধৃতদের জিজ্ঞাসাবাদেই। উল্লেখ্য, এলাকার একাংশ যুব সমাজের মধ্যে গন্ধহীন মাদকের করাল গ্রাসে আসও হবার প্রবনতা বাড়ছে।

Exit mobile version