জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে দুর্ঘটনা কিছুতেই থামছে না। একের পর এক ঘটে চলেছে দুর্ঘটনা। স্মার্ট সিটি আগরতলায়ও যান দুর্ঘটনা ঘটছে। সোমবার ফের পথ দুর্ঘটনায় আহত এক বৃদ্ধ ফেরিওয়ালা। ঘটনাটি ঘটে দিনের বেলায় কামান চৌমুহনীতে।
অভিযোগ বয়স্ক এক ফেরিওয়ালাকে এক স্কুটি চালক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনা স্থানীয় লোকজন প্রত্যক্ষ করে দমকল কর্মীদের খবর দেন। তারা এসে জিবি হাসপাতালে নিয়ে যায় আহত বৃদ্ধকে।
এভাবে রাজধানীতে যান দুর্ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল। প্রশ্ন উঠছে শহরে যানবাহনের গতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিসের ভূমিকা নিয়েও।