Site icon janatar kalam

সৌদি আরব পর্যন্ত রেলপথ নির্মাণ করতে তৈরী ইসরায়েল

 

জনতার কলম ওয়েবডেস্ক :- সৌদি আরব পর্যন্ত রেলপথ নির্মাণ করতে তৈরী ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন এই রেললাইন সম্প্রসারণে দুই হাজার ৭০০ কোটি মার্কিন ডলার খরচ করতে যাচ্ছে ইসরায়েল।মুসলিম বিশ্বের শক্তিশালী দেশ সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে অগ্রসর হওয়ার জন্য গত সপ্তাহে শীর্ষ মার্কিন কর্মকর্তারা রিয়াদ সফর করেছেন।এর পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী সৌদি আরব পর্যন্ত রেলপথ সম্প্রসারণের ঘোষণা দিলেন। টেলিভিশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু ‘ওয়ান ইসরায়েল প্রকল্প’ সহ অবকাঠামোগত উদ্যোগের বিষয়ে কথা বলেন। নতুন রেলপথ সম্পর্কে তিনি জানান, এর মাধ্যমে দেশের ব্যবসায়িক এবং সরকারি কেন্দ্রগুলোতে দুই ঘণ্টা বা তারও কম সময়ের মধ্যে যাতায়াত করা যাবে।তিনি বলেছেন, “ভবিষ্যতে আমরা ইলাত থেকে আমাদের ভূমধ্যসাগরে রেলপথে কার্গো পরিবহন করতে সক্ষম হব এবং সৌদি আরব ও আরব উপদ্বীপের সাথে ইসরায়েলকে ট্রেনের মাধ্যমে সংযুক্ত করতেও সক্ষম হব।

Exit mobile version