Site icon janatar kalam

সৌদি আরব ও কাতার নিশ্চিত করল ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ এশিয়ার দুটি দল সৌদি আরব এবং কাতার নিশ্চিত করল ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা।

সৌদি আরব জেদ্দায় ইরাকের সঙ্গে ০-০ ড্র করেছে এবং এশিয়ান বাছাইপর্বের গ্রুপ বি-তে শীর্ষ স্থান অর্জন করেছে। দেশটি তাদের সর্বোত্তম World Cup পারফরম্যান্সের সমান বা তার চেয়ে উন্নত করার লক্ষ্য রাখছে, যা ইউএসএ ১৯৯৪-এ শেষ ১৬-তে পৌঁছানো।

অপরদিকে কাতার নিশ্চিত করল তাদের আসন দোহায় সংযুক্ত আরব আমিরাতকে ২-১ গোলে হারিয়ে। দ্বিতীয়ার্ধে বুয়ালেম খুখি এবং পেদ্রো মিগেলের হেডার গোল, আক্রাম আফিফ-এর সহায়তায়, কাতারকে বিজয় এনে দেয়। শেষ মুহূর্তে সুলতান আদিল এক গোল ফিরিয়ে আনলেও তা পর্যাপ্ত হয়নি।

এই অর্জনের মাধ্যমে কাতার দ্বিতীয়বারের মতো World Cup-এ অংশগ্রহণ করবে, গতবার ২০২২ সালে গ্রুপ স্টেজে বিদায় নেওয়ার পর।

সৌদি আরব ও কাতারের যোগ্যতা নিশ্চিত হওয়ায় এশিয়ার World Cup অংশগ্রহণকারীর সংখ্যা আরও দৃঢ় হচ্ছে, যা কনটিনেন্টের ফুটবলের শক্তি তুলে ধরে।

Exit mobile version