Site icon janatar kalam

সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে কালিমালিপ্ত করার সড়যন্ত্র করছে কেন্দ্রের মোদী সরকার: কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারি মামলায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে কালিমালিপ্ত করার সড়যন্ত্র চলছে। এই অভিযোগ তুলে দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন আরো জোরালো করতে চাইছে কংগ্রেস। সর্ব ভারতীয় কংগ্রেসের নির্দেশে প্রতিটি রাজ্যে প্রদেশ কংগ্রেসের বৈঠক হয় আন্দোলনের রূপরেখা নিয়ে।

ঙ্গলবার আগরতলায় কংগ্রেস ভবনে হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকারী কমিটির বৈঠক। সিদ্ধান্ত হয় ২৫ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত প্রদেশ, জেলা ও ব্লক স্তরে সংবিধান বাঁচাও কর্মসূচি পালিত হবে। এই কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিনের কারাকারী কমিটির বৈঠকে বিশিষ্টদের মধ্যে ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চত্ত রায় সহ অন্যান্যরা।

কংগ্রেসের অভিযোগ, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে কালিমালিপ্ত করার সড়যন্ত্র করছে কেন্দ্রের মোদী সরকার। যদিও তাতে কিছু হবেনা। কিন্তু সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর গুরুত্বপূর্ণ সময় নষ্ট কর হচ্ছে।

ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারি মামলায় তাদের নাম জড়ানোয় দেশ ব্যাপী আন্দোল চালিয়েছে কংগ্রেস। তার উপর ২৫ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত এই আন্দোলন আরো তীব্র করার সিদ্ধান্ত হয়। তাই সেই লক্ষে এখন থেকেই শুরু হলো প্রস্তুতি।

Exit mobile version