জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মূখ্যমন্ত্রীর হাত ধরে বিজেপি দলে শামিল তৃনমুল কংগ্রেস বিজিত প্রার্থী জয়দুল হোসেন। মঙ্গলবার বক্সনগরে নির্বাচনী প্রভারিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় মন্ডল কার্যালয়ে। এছাড়াও নির্বাচনী অফিস উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা পাশাপাশি কলসীমুড়া কার্যকর্তা সম্মেলন ও বাড়ি বাড়ি প্রচারেও অংশ নেন মূখ্যমন্ত্রী ।এদিন মূখ্যমন্ত্রী ছাড়া কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন বিজেপি মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেন বক্সনগর মন্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায় পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী যুব ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায় সহ দলীয় একাধিক প্রদেশ নেতৃত্ব ।এদিনের নিবার্চনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতীয় জনতা পাটির আর্দশে অনুপ্রানীত হয়ে বিজেপি দলে শামিল হয়েছেন বক্সনগর বিধানসভার ২০২৩ সালের তৃনমুল কংগ্রেস প্রার্থী জয়দুল হোসেন সহ কংগ্রেস ও তৃনমুল কংগ্রেসের নেতারা। অন্যনা দলত্যাগীরা হল তৃনমুল কংগ্রেস বক্সনগর ব্লক মহিলা সভানেএী মিনাক্সী বেগম ,তৃনমুল কংগ্রেসের ব্লক সংখ্যালঘু সভাপতি জয়নাল হুসেন সোনামুড়া জেলা কংগ্রেস সম্পাদক জাকির হোসেন বাম যুবনেতা শরীফ আহমেদ।