জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-অবৈজ্ঞানিক ভাবে এন এইচ জাতীয় সড়কের নির্মাণ কাজ চলছে বিলোনিয়াতে। নাজেহাল জনগন। ক্ষতির মুখে জাতীয় সড়কের পাশে বসবাসকারী জনগণ। জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার কর্মকর্তা ও জেলা, মহাকুমাস্তরের আধিকারিকদের বার বার জানিয়ে কোন ব্যবস্থা না নেওয়ার ফলে বাধ্য হয়ে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনগণ পথ অবরোধ করে বসেছে সোমবার। এদিন সকালে পথ অবরোধ হয় দক্ষিণ সোনাইছড়ি এলাকার বিলোনিয়া ভায়া জোলাইবাড়ি এন এইচ জাতীয় সড়কে। খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে যায় ডিসিএম সুকান্ত দে। ডিসিএম কে দেখে এক প্রকার ক্ষোভে ফেটে পড়ে এলাকার জনগণ। পরে ডিসিএম এর কাছ থেকে সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নিয়েছে কৃষকরা।