জনতার কলম ওয়েবডেস্ক :-সোনম ওয়াংচুকের আটককে চ্যালেঞ্জ করে তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে. আঙ্গমোর দায়ের করা আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র সরকার ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। এই আবেদনে জাতীয় নিরাপত্তা আইন (NSA) এর আওতায় আটক সোনম ওয়াংচুকের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে।
তবে বিচারপতি আরবিন্দ কুমার ও বিচারপতি এন. ভি. অঞ্জারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রীকে আটকাদেশের ভিত্তি সরবরাহের বিষয়ে কোনো নির্দেশ দিতে অস্বীকার করেছে। মামলার পরবর্তী শুনানি এই মাসের ১৪ তারিখে অনুষ্ঠিত হবে। গত মাসে লাদাখে সহিংস বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সোনম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আটক করা হয়েছে।