Site icon janatar kalam

সেশেলসের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জনতার কলম ওয়েবডেস্ক :- সেশেলসের রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ড. প্যাট্রিক হারমিনিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদি তাঁর শুভেচ্ছা জানান এবং বলেন, ভারত ও সেশেলসের মধ্যে ভারত মহাসাগরের জলরাশি একটি যৌথ ঐতিহ্য, যা উভয় দেশের মানুষের আশা ও প্রয়োজনকে পুষ্ট করে।

তিনি আরও উল্লেখ করেন, ভারত ও সেশেলসের মধ্যে দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্ক আগামী দিনে ড. হারমিনির নেতৃত্বে আরও গভীর হবে এবং নতুন গতি পাবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

Exit mobile version