Site icon janatar kalam

সেপ্টেম্বরে শুরু হচ্ছে ডেন্টাল কলেজের পঠনপাঠন : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরেই শুরু হচ্ছে আগরতলা গভর্মেন্ট ডেন্টাল কলেজের পঠন পাঠন। ভর্তি হয়েছে ২২ জন ছাত্রছাত্রী। পরিদর্শন শেষে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। পুরনো ছন্দে ফিরতে দেখা গেল ডা: মানিক সাহাকে। মুখ্যমন্ত্রী নয় এ যেন মনে হয়েছিল ডেন্টাল কলেজের মেডিকেল সুপারিনটেনডেন্ট এর ভূমিকায়। যেভাবে ওপিডিতে দাঁড়িয়ে দেখছিলেন একজন রোগীর দাঁতের চিকিৎসা। এই দিনের জন্য সত্যি কারের বড় ডাক্তার রূপেই দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহাকে। একজন মুখ্যমন্ত্রীর এ ধরনের ভূমিকা থাকলে স্বাস্থ্যপরিসেবায় কখনোই পিছিয়ে থাকতে পারে না কোন রাজ্য। চিকিৎসকরা যেমন অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হবে, তেমনি রোগীরাও অর্ধেক সুস্থ হয়ে উঠবে। মুখ্যমন্ত্রীর এরূপ পরিদর্শন অব্যাহত থাকলে, সজাগ ও সচেতন থাকবে সমস্ত হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। সেটা নিঃসন্দেহেই একটা রাজ্য ও জাতির কাছে গর্বের বিষয়। বৃহস্পতিবার দিন মুখ্যমন্ত্রী সরজমিনে পরিদর্শন করতে গেলেন রাজ্যের স্বপ্নের গভর্মেন্ট ডেন্টাল কলেজ। সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। ক্লাস রুম থেকে শুরু করে অপারেশন থিয়েটার, এমনকি আইজিএম হাসপাতালে কিচেন রুমটিও পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসেই পঠন-পাঠন শুরু হয়ে যাবে আগরতলা গভর্মেন্ট ডেন্টাল কলেজের। মুখ্যমন্ত্রী আরও জানান,দেশের অন্যান্য ডেন্টাল কলেজগুলির তুলনায় আগরতলা গভর্মেন্ট ডেন্টাল কলেজ কোন অংশেই কম নয়। কলেজের পরিকাঠামো সহ ক্লাসরুম সমস্ত কিছুই খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। রাজ্য এবং বহিরাজ্যের ছাত্র-ছাত্রীরাও এই কলেজে এসে স্বস্তি অনুভব করবে। প্রসঙ্গত, অধ্যাপক ডা: মানিক সাহা রাজ্যে প্রথম মুখ্যমন্ত্রী হয়েই স্বপ্ন দেখতে শুরু করেছিলেন একটি সরকারি ডেন্টাল কলেজ স্থাপনের। আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য জোর কদমে শুরু করে দিয়েছিলেন তোরজোর। শেষ পর্যন্ত স্বপ্ন বাস্তবায়ন করে ছেড়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কলেজের উদ্বোধন করেছিলেন।

Exit mobile version