Site icon janatar kalam

সেপ্টেম্বরে জম্মু-শ্রীনগর সরাসরি ট্রেন চালু: রেলমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে জম্মু ও শ্রীনগরের মধ্যে সরাসরি ট্রেন পরিষেবা শুরু হবে, জম্মু রেল স্টেশনের চলমান কাজ শেষ হওয়ার পর। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন যে স্টেশনের নির্মাণকাজ এগিয়ে চলেছে। “সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে। ৫ এবং ৬ নম্বর প্ল্যাটফর্মের সহজলভ্যতার সাথে সাথে, বন্দে ভারত ট্রেন সরাসরি জম্মু ও শ্রীনগরের মধ্যে চলাচল করবে,” তিনি জানান।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করতে জম্মু রেল স্টেশন পরিদর্শন করেছেন। কাশ্মীর উপত্যকায় বহু প্রতীক্ষিত ট্রেন পরিষেবা চালুর প্রস্তুতির অংশ হিসেবে তাঁর এই সফর ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কাটরায় বন্দে ভারত ট্রেনগুলির উদ্বোধন করবেন। তিনি চেনাব ও অঞ্জি সেতুর উদ্বোধন করবেন, জম্মু ও কাশ্মীরে ৪৬,০০০ কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং উদ্বোধন করবেন বলে জানা যায়।

Exit mobile version