Site icon janatar kalam

সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে শহিদ হলেন তিন জওয়ান

 

 

জনতার কলম ওয়েবডেস্ক :- সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে শহিদ হলেন তিন জওয়ান। শনিবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার ধামাল হাজিপোড়ার হাল্লানের গভীর জঙ্গলে গুলির লড়াই শুরু হয় ভারতীয় সেনা ও জঙ্গিদের মধ্যে। সেখানেই জঙ্গির গুলিতে গুরুতর জখম হন তিন ভারতীয় সেনা। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতচালে নিয়ে গেলে চিকিত্‍সকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।জানা গিয়েছে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পায় কুলগামের হাল্লানের জঙ্গলে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। দেরি না করে গতকাল রাতেই নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। সেনা বাহিনী ওই এলাকায় পৌঁছতেই তাঁদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতেই তিনজন সেনা গুরুতর আহত হয়ে পরে চিকিত্‍সা চলাকালীন মারা যান। এখনও পর্যন্ত এলাকায় তল্লাশি অভিযান চলছে। সেনার তরফে জানানো হয়েছে, মোট ১৫ সেনা এই অভিযানে মোতায়েন রয়েছে। পাশাপাশি গোটা এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এখনও পর্যন্ত কত জন জঙ্গি লুকিয়ে রয়েছে তা জানা সম্ভব হয়নি। খুব শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছে ভারতীয় সেনা।

Exit mobile version