Site icon janatar kalam

সূর্যমনিনগর স্কুলের সামনে দুর্ঘটনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে নিত্যদিনই বেপরোয়া যান চলাচলের ফলে দুর্ঘটনাগ্রস্ত হবার খবর আসছেই রাজ্যের কোন না কোন প্রান্ত থেকে। এই যান দুর্ঘটনা রুখতে রাজ্যের পুলিশ প্রশাসন হাড়ভাঙ্গা চেষ্টা চালিয়ে আসছে। নিত্যনতুন পদ্ধতি অবলম্বনের পর ও কোনভাবেই রুক্ষ যাচ্ছে না যান দুর্ঘটনা। সাধারণ জনগণ এবং কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের এ বিষয়ে সচেতন করতে প্রশাসনের উদ্যোগে করা হয়েছে নানা ধরণের সচেতন শিবির ও। তা সত্বেও সম্ভব হচ্ছে না রুক্ষ। রবিবার এমনটাই প্রত্যক্ষ করা গেল সূর্যমনিনগর স্কুলের সামনে। জানা গিয়েছে মারুতি ভ্যানটি আগরতলা থেকে মাতাবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলো এবং অটোটি বিশালগড় থেকে দ্রুত গতিতে আসছিলো , তা প্রত্যক্ষ্য করে মারুতি ভ্যানটি ব্রেক কষে জায়গায় দাঁড়িয়ে পরে এবং অটোটি এসে সজোরে ধাক্কা মারে , যার ফলে আহত হয় অটো চালক।

Exit mobile version