জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাম মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে ফের একবার রাম রাজত্বে প্রবেশ করেছে দেশ। এই রাম রাজত্বে সকলের মৌলিক অধিকার অক্ষুন্ন থাকুক ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসন ঘরে ঘরে পৌঁছক ,এমনটাই চান মুখ্যমন্ত্রী ।এদিন দূর্গা বাড়িতে বিশেষ যজ্ঞানুষ্ঠানে উপস্থিত থেকে এই অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা অবশেষে সোমবারের সূর্যোদয় গোটা দেশে নিয়ে এলো সেই আনন্দময় বার্তা, যার কল্পনা শুরু হয়েছিল আজ থেকে ৫০০ বছর আগে। একই সময়ে স্বপ্ন দেখার পাশাপাশি শুরু হয়েছিল এক আন্দোলন ,রাম মন্দির চাই। এই রাম মন্দিরেরই সোমবার শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে হবে। এই ঐতিহাসিক মুহূর্তটিকে আনন্দঘন ও পবিত্র করে রাখতে দেশের প্রতিটি দেবালয়ে এদিন সকাল থেকে শুরু হয়েছে বিশেষ পূজা পাঠ ও যজ্ঞানুষ্ঠান।
রাজধানীর দুগ্গাবাড়িতেও এদিন এক বিশেষ যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয় । এই যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। যজ্ঞানুষ্ঠান সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান ,সোমবার থেকে দেশ দ্বিতীয় পর্যায়ে রাম রাজত্বে প্রবেশ করেছে, রাম মন্দির উদ্বোধন কে কেন্দ্র করে গোটা দেশ রামময়। সুশাসনই রাম রাজত্বের প্রধান লক্ষ্য ছিল। অনুরূপভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গোটা দেশে সুশাসন প্রক্রিয়া জারি করেছেন। এই ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচলিত সুশাসন প্রতিটি ঘরে ঘরে পৌঁছক ,মানুষের মৌলিক অধিকার অক্ষুন্ন থাকুক, এমনটাই চান তিনি। এদিন রাজ্যবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে রাম মন্দির উদ্বোধনের জন্য অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। একই সাথে রাজ্যবাসী কেও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।