Site icon janatar kalam

সুপ্রিতা ভৌমিকের চিকিৎসায় বড় সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব দেব

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি এলাকার বাসিন্দা শ্রী প্লাবন ভৌমিকের কন্যা সুপ্রিতা ভৌমিক থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে বর্তমানে দক্ষিণ ভারতের ভেলোরে অবস্থিত একটি নামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার কারণে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়লে তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান ত্রিপুরা সাংসদ শ্রী বিপ্লব কুমার দেবের কাছে উন্নত চিকিৎসা সহায়তার আবেদন জানান।

পরিবারটির আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই সাংসদ বিপ্লব দেব দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর আন্তরিক উদ্যোগে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PM National Relief Fund) থেকে সুপ্রিতা ভৌমিকের চিকিৎসার জন্য ৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়।

এই আর্থিক সহায়তা অনুমোদনের জন্য সাংসদ বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের মানবিক সহানুভূতি ও দ্রুত সিদ্ধান্তের ফলে অসহায় পরিবারটি কিছুটা হলেও আর্থিক প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম হবে।

সাংসদ বিপ্লব দেবের দায়িত্ববোধ ও সক্রিয় সহায়তায় প্লাবন ভৌমিকের পরিবার নতুন করে আশার আলো দেখছে বলে পরিবারটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

Exit mobile version