Site icon janatar kalam

সুখদেব সিং গোগোমেদীকে নিশংসভাবে হত্যা কারীদের কঠোরতম শাস্তির দাবি জানালেন বিজেপি নেতা দিয়া কুমারী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গতকাল রাজস্থানের রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার জাতীয় সভাপতি সুখদেব সিং গোগোমেদীকে দিনে দুপুরে বাড়িতে ঢুকে নিশংসভাবে হত্যা করা হয়, তারই প্রতিবাদে বুধবার পুরো রাজস্থান বনধ পালন করা হয়। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বিজেপি নেতা দিয়া কুমারী বলেছেন, “গতকাল যা ঘটেছে তাতে আমি হতবাক হয়েছি, আমার কোন কথা নেই, কারো সাথে এমন ঘটনা ঘটানো উচিত নয়।

 

তিনি নিরাপত্তা চেয়েছিলেন এবং তাকে তা দেওয়া উচিত ছিল৷ এটা কংগ্রেস সরকারের দায়িত্ব ছিল কিন্তু তা করা হয়নি৷ আমি পরিবারের প্রতি সমবেদনা জানাই৷ কিন্তু আমি এটাও বলতে চাই যে এই ধরনের ঘটনা সাধারণ হয়ে উঠেছে৷ রাজস্থানের জয়পুরে। রাজস্থানে গ্যাং ওয়ারের কথা কেউ শোনেনি। কিন্তু পাঁচ বছরের কংগ্রেস শাসনে এমন ঘটনা সাধারণ হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ” তাছাড়া তিনি ক্রমাগত হুমকি পেয়েছিলেন এবং তিনি বর্ধিত নিরাপত্তা চেয়েছিলেন কিন্তু তা করা হয়নি।

 

রাজ্য সরকারের দায়িত্ব ছিল কিন্তু আমরা তাদের মনোভাব জানি। রাজস্থানে আইনশৃঙ্খলা শূন্য, যা হয়েছে তা ভুল। বিষয়টি ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা উচিত এবং তাদের কঠোরতম শাস্তি দেওয়া উচিত। এটি পরিকল্পিত ছিল, এটি রাতারাতি ঘটেনি। রাজ্য সরকার কি ঘুমিয়ে ছিল? তারা কি এটা জানত না? এর মানে হল এটা সম্পূর্ণ গোয়েন্দা ও আইনশৃঙ্খলার ব্যর্থতা বলেও অভিমত ব্যক্ত করলেন তিনি।

 

 

Exit mobile version