জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ত্রিপুরার কৈলাশহর পুর পরিষদের অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডে সীমান্ত সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজ শুরু হতেই সৃষ্টি হলো চরম উত্তেজনা। মনু ল্যান্ড কাস্টমস অফিসের পাশ দিয়ে মনু নদীর ধারে, শ্মশানঘাটে যাওয়ার পুরনো এই রাস্তায় ইট বসানোর কাজ চলছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নির্মাণকাজে আপত্তি তোলে। বিজিবি পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে জানানো হয়, আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫০ গজের মধ্যে কোনও ধরনের পাকা নির্মাণ কাজ সীমান্ত আইন অনুযায়ী নিষিদ্ধ।
এই নির্দেশের পরই নির্মাণস্থলে কর্মরত শ্রমিকদের সরিয়ে নেওয়া হয় এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে অবিলম্বে কাজ বন্ধ করতে বলা হয়। ফলে দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত রাস্তা সংস্কারের কাজ আবারও মুখ থুবড়ে পড়ে।
হঠাৎ কাজ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে শ্মশানঘাটে মৃতদেহ নিয়ে যাওয়ার সময় পরিবার-পরিজনদের ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। খারাপ ও ভাঙাচোরা রাস্তার কারণে শেষযাত্রাও হয়ে উঠছে দুর্বিষহ।
ঠিকাদার আব্দুল মান্নান জানান, প্রশাসনের নির্দেশ মেনে দীর্ঘদিন পর নতুন করে কাজ শুরু করা হয়েছিল। কিন্তু সীমান্ত সংক্রান্ত আপত্তির জেরে ফের কাজ বন্ধ হয়ে যায়। বিষয়টি তিনি স্থানীয় প্রশাসনের নজরে এনেছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএসএফ ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

