Site icon janatar kalam

সীমান্ত প্রহরায় বিএসএফের ভূমিকা নিয়ে বৈঠক করলেন বিএসএফের ইস্টার্ন কমান্ড তথা এডিজি রবি গান্ধি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সীমান্ত পরিস্থিতি ,সীমান্ত প্রহরায় বি.এস.এফের ভূমিকা নিয়ে বুধবার সোনামুড়া মহকুমার এন.সি নগর বি.ও.পিতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন বি.এস.এফের ইস্টার্ন কমান্ড তথা ADG রবি গান্ধি। তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব জে.কে সিনহা,ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন ও বি.এস.এফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আই.জি এ.কে শর্মা।

বুধবার বি.এস.এফ ৮১ নম্বর বাহিনীর এন.সি নগর বি.ও.পিতে চলে এই বৈঠক। বৈঠক শেষে বি.এস.এফের এ.ডি.জি বলেন রাজ্য পুলিশ , সাধারণ প্রশাসন ও সীমান্তে বসবাসরত গ্রামবাসীদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বি.এস.এফের। শুধু তাই নয় ভালো সম্পর্ক রয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী BGB -র সঙ্গেও।

সকলে মিলেই সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা অনুযায়ী কাজ কার হচ্ছে। বি.এস.এফ , পুলিশ ও সাধারণ প্রশাসনের আধিকারিকরা ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক , পুলিশ সুপার , বি.এস.এফ ৮১ নম্বর বাহিনীর কমান্ডেন্ট সহ বিশিষ্টরা।

 

 

 

Exit mobile version