Site icon janatar kalam

সীমান্তে পাকিস্তানের ‘জঘন্য’ তৎপরতা! যুদ্ধবিরতি লঙ্ঘন, আহত এক বিএসএফ জওয়ান 

জনতার কলম ওয়েবডেস্ক :- 10-11 সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে 2:35 টায়, পাকিস্তানি সৈন্যরা জম্মু ও কাশ্মীরের আখনুর সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। জবাবে বিএসএফ জওয়ানরাও গুলি চালায়। গুলিতে আহত হয়েছেন এক বিএসএফ জওয়ান।

বিএসএফের মুখপাত্র বলেছেন, পাল্টা জবাবে পাকিস্তানের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনার পর সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ জওয়ানরা।

১৮সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিতব্য প্রথম ধাপের ভোটের ৭ দিন আগে যুদ্ধবিরতির সর্বশেষ লঙ্ঘন ঘটেছে। এ কারণে বিএসএফ জওয়ানদের হাই অ্যালার্টে রাখা হয়েছে।

২৫ ফেব্রুয়ারি ২০২১-এ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নবায়ন করা হয়েছিল। এরপর ৪ বার লঙ্ঘন করেছে পাকিস্তান। জম্মুর মাকওয়ালে ১৪ ফেব্রুয়ারি ২০২৪-এ শেষ গুলি চালানো হয়েছিল। তবে কেউ হতাহত হয়নি।

Exit mobile version