জনতার কলম ত্রিপুরার আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশের চলমান পরিস্থিতিতে সীমান্তে কড়া নজরদারির মধ্যে অবৈধ অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। অভিযোগ বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে দালালের মাধ্যমে বাংলাদেশী নাগরিকরা ভারতে প্রবেশ করছে। সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক ধরা পড়ার পরে স্বাভাবিক ভাবেই সীমান্তে বি এস এফের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন।
মঙ্গলবার ফের আগরতলা রেল স্টেশনে ধরা পড়ে ১৬ জন বাংলাদেশী নাগরিক। এদের মধ্যে তিনজন মহিলা। এই ১৬ জনের মধ্যে রয়েছে বাংলাদেশী তিনজন দালালও। জিআরপি থানার ওসি তাপস দাস জানান, গোপন খবরের ভিত্তিতে জিআরপি,আর পি এফ ও বি এস এফ আগরতলা রেল স্টেশনের বিভিন্ন প্রবেশ পথে উত পেতে বসে থাকেন।
তখনই বাংলাদেশী নাগরিকদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে।কাজের সন্ধানে ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য রেল স্টেশনে এসেছে। বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করেছে জি আর পি থানার পুলিশ।