জনতার কলম আগরতলা প্রতিনিধি :-কৈলাশহর ফরেস্ট সাব-ডিভিশন ও ‘গো গ্রিন ভলান্টিয়ার্স’-এর যৌথ উদ্যোগে, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের সহায়তায় আজ অনুষ্ঠিত হলো এক বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি। ঐতিহ্যবাহী উনকোটি প্রত্নতত্ত্ব স্থানের জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও পবিত্র সীতাকুণ্ড পুনর্জীবনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সামাজিক শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি নিজ হাতে বৃক্ষরোপণ করে প্রকৃতি সংরক্ষণের আহ্বান জানান। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, “প্রকৃতির সুরক্ষা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের সংরক্ষণ—এই তিনের মেলবন্ধনেই নিহিত আছে আগামী প্রজন্মের জন্য এক সুস্থ, সুন্দর ও টেকসই ভবিষ্যতের ভিত্তি।”
মন্ত্রী আরও জানান, সরকার পরিবেশ রক্ষায় এবং প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতায় এই প্রচেষ্টা আরও সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনদপ্তরের আধিকারিক, গো গ্রিন ভলান্টিয়ার্স সদস্যবৃন্দ, স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীরা। পরিবেশবান্ধব এই কর্মসূচি উনকোটির সবুজায়ন ও পরিবেশ সুরক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।