Site icon janatar kalam

সিপিএম ছেড়ে ২৫ পরিবারের ৫১ ভোটার বিজেপিতে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৪৫ নং কমলপুর কেন্দ্রের ৩৬ নং বুথ তথা মানিকভান্ডার পঞ্চায়েতের অন্তর্গত ময়নাবাড়ি এলাকায় পঁচিশ পরিবারের একানব্বইজন ভোটার সি পি আই (এম ) দল ছেড়ে বিজেপি দলে সামিল হয়। দলে যোগদানকারীদের হাতে পদ্মপতাকা দিয়ে স্বাগত জানান প্রাক্তন মন্ত্রী তথা এলাকার বিধায়ক মনোজ কান্তি দেব।

এছাড়া ছিলেন দূর্গাচৌমুহনি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস পাল, ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার, কমলপুর মন্ডলের সাধারণ সম্পাদক কেশব ভৌমিক ও কমলপুর কেন্দ্রের বিস্তারক উত্তম অধিকারী। দলত্বেগিদের নেতৃত্বে ছিলেন সি পি আই (এম )’র ব্রাঞ্চ সম্পাদক অনিল দেব্বর্মা।

এই দলত্বেগ অনুষ্ঠানে প্রধান বক্তার ভাসনে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক বলেন কেন্দ্রে মোদির নেতৃত্বে সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। আপনারা বিজেপিকে শক্তিশালী করুন। বিজেপি দল সবার জন্য কাজ করে।

 

 

 

Exit mobile version