জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে বিরোধী শিবিরে ভাঙছে বিরোধী শিবির। কংগ্রেস- সিপিএম ছেড়ে ভোটাররা শামিল হচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে। যোগ দিচ্ছেন তারা উন্নয়নের শিবিরে। সোমবার ফের বিরোধী দল গুলিতে ভাঙন টাঊন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে।
এদিন ভারতীয় জনতা পার্টি মণ্ডল অফিসে হয় যোগদান সভা। পুর নিগমের কুড়ি নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্তের উদ্যোগে হয় এই যোগ দান সভা। সিপিআইএম ও কংগ্রেস ত্যাগ করে ১৫ জন বিজেপি দলে শামিল হয়। তাদেরকে দলীয় পতাকা দিয়ে বিজেপি দলে স্বাগত জানায় কর্পোরেটর রত্না দত্ত সহ স্থানীয় নেতৃত্ব।