Site icon janatar kalam

সিপিআই(এম) অফিসে হামলা, প্রতিবাদে উত্তাল এলাকা

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরদিনই উত্তেজনায় থমথমে হয়ে উঠল ধর্মনগর মহকুমার কালাছড়া অঞ্চল। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার দুপুরে হঠাৎই একদল অসামাজিক যুবক সিপিআই(এম)-এর কালাছড়া অঞ্চল কমিটির কার্যালয়ে ঢুকে তাণ্ডব চালায়। অফিসের আসবাবপত্র ভাঙচুর থেকে শুরু করে দেওয়ালে টাঙানো পোস্টার–ব্যানারও নষ্ট করে দেয় হামলাকারীরা।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়। ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয়ে ছুটে আসেন সিপিআই(এম)-এর কর্মী–সমর্থকরা ও বিভিন্ন গণসংগঠনের সদস্যরা। তাঁরা ঘটনাস্থলে জমায়েত হয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় দ্রুতই সেখানে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। পার্টি অফিসের সামনে থেকেই বিশাল জনসমাবেশের মিছিল এলাকাজুড়ে প্রদক্ষিণ করে। পরবর্তীতে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত ঘটনার কড়া নিন্দা করেন। উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক রতন রায় সহ অন্যান্য নেতৃত্বরাও। তাঁরা অভিযোগ করে বলেন—এ ধরনের হামলা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

 

 

Exit mobile version