Site icon janatar kalam

সিপিআইএমের বিরুদ্ধে মিথ্যাচারের ষড়যন্ত্র চলছে: রতন দাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরার সিপিআইএম জেলা সম্পাদক রতন দাস অভিযোগ করেছেন, বামফ্রন্ট সরকারের উন্নয়নমূলক কাজ এখনও দৃশ্যমান থাকলেও বিজেপি সরকার কোনও কাজ না করে শুধু মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার জিরানীয়া সিপিআইএম মহকুমা সম্পাদকসহ অন্যান্য নেতারা সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে মজলিশপুরের বিধায়ক ও মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলেন।

রতন দাস বলেন, সুশান্ত চৌধুরী ৬ তারিখ রানীরবাজার এবং ১০ তারিখ জিরানীয়া বাজারে সিপিআইএমের বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। তিনি সিপিএমকে ১৯৮০ সালের জুন দাঙ্গা এবং ২০০৩ সালের মান্দাই চৌমুহনী খুন কাণ্ডের দায়ী করেছেন, যা সম্পূর্ণ অমূলক।

প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী ও বামফ্রন্ট সরকার দ্রুত দাঙ্গা নিয়ন্ত্রণ করেছিলেন। পাশাপাশি, মান্দাই দাঙ্গার প্রকৃত দায়ীরা ও সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের সত্য সকলের নজরে রয়েছে বলে উল্লেখ করেন তারা।

সিপিআইএম নেতারা সরকারকে সতর্ক করে বলেছেন, মিথ্যা প্রচার বন্ধ করে প্রকৃত সমস্যার সমাধানে মনোনিবেশ করতে হবে।

 

Exit mobile version