Site icon janatar kalam

সিনিয়র বয়েজ ও গার্লস ক্লাসিক ও ইক্যুইপড পাওয়ার লিফটিং আসরে অংশ নেবে ত্রিপুরা দল, চলছে প্রস্তুতি 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি বছরে ঝাড়খণ্ডের বোকারোতে হবে পূর্বাঞ্চলীয় জাতীয় সিনিয়র বয়েজ ও গার্লস ক্লাসিক ও ইক্যুইপড পাওয়ার লিফটিং আসর। এতে অংশ নেবে ত্রিপুরা দল। সেপ্টেম্বরের ৪ থেকে ৭ তারিখের মধ্যে হবে এই প্রতিযোগিতা। এই আসরের জন্য দল গঠন করতে রবিবার হয় নির্বাচনী শিবির।

এদিন রাজধানীর এন এস আর সি সির পাওয়ারলিফটিং হলে হয় শিবিরটি। শিবিরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ছেলে- মেয়েরা অংশ নেন। এখান থেকে বয়েজ ও গার্লস উভয় বিভাগে ৮ জন করে বাছাই করা হবে। তাদের পাঠানো হবে জাতীয় আসরে। ত্রিপুরা দল ভালো ফলাফল করবে বলে আশা অল ত্রিপুরা পাওয়ার লিফটিং এসোসিয়েশনের যুগ্ম সম্পাদিকা।

 

 

Exit mobile version