Site icon janatar kalam

সিকিমে হর্টিকালচার কলেজের নতুন ভবনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ (বৃহস্পতিবার) নয়াদিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে সিকিমের হর্টিকালচার কলেজের নতুন প্রশাসনিক ও একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন। প্রায় ৫২ কোটি টাকার এই প্রকল্প সিকিম সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের ছাত্র-ছাত্রী ও কৃষকদের জন্য এক নতুন দিশা দেখাবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

শিবরাজ সিং চৌহান বলেন, ছাত্র-ছাত্রীরা শুধু ফসল উৎপাদন কৌশলই নয়, বরং প্রক্রিয়াকরণ, প্যাকেজিং, বিপণন এবং রপ্তানি সম্পর্কেও গভীর জ্ঞান অর্জন করবে। তিনি আরও জানান, এই নতুন ক্যাম্পাস সিকিম রাজ্যকে সবুজ অর্থনীতির একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

Exit mobile version