Site icon janatar kalam

সারা দেশে পালিত হলো জনজাতি গৌরব দিবস, বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ সারা দেশজুড়ে উদযাপিত হচ্ছে জনজাতি গৌরব দিবস। স্বাধীনতা সংগ্রামের মহানায়ক ও জনজাতি সমাজের কিংবদন্তি নেতা ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকীকে স্মরণ করে ১৫ নভেম্বর দিনটিকে কেন্দ্র সরকার ‘জনজাতি গৌরব দিবস’ হিসেবে ঘোষণা করেছে। জনজাতি ইতিহাসকে তুলে ধরা ও সংরক্ষণের গুরুত্ব বিবেচনা করেই এই উদ্যোগ। সময়ের সঙ্গে সঙ্গে উদযাপনটি এখন বিস্তৃত হয়ে ‘জনজাতি গৌরব সপ্তাহে’ পরিণত হয়েছে— যেখানে বিভিন্ন মন্ত্রণালয় ও রাজ্যজুড়ে আয়োজিত হচ্ছে সাংস্কৃতিক প্রদর্শনী, অনুষ্ঠান ও শিক্ষামূলক কার্যক্রম।

অভিনন্দন বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরসা মুন্ডাকে শ্রদ্ধায় স্মরণ করে বলেন, “বিরসা মুন্ডা শুধু জনজাতি সমাজের গর্ব নন, পুরো জাতির অহংকার।” তিনি আরও উল্লেখ করেন, আজ দেশ জুড়ে আনন্দের সঙ্গে জনজাতি গৌরব দিবস পালিত হচ্ছে, এবং স্বাধীনতা সংগ্রামে বিরসার অটল প্রত্যয় দেশ চিরকাল স্মরণে রাখবে।

Exit mobile version