Site icon janatar kalam

সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হলো ভারত ছাড়ো দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯৪২ সালের ৯ আগস্ট ভারতবর্ষ থেকে ইংরেজদের বিতারনের জন্য ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। যে আন্দোলনের ফলস্বরপ দেশ স্বাধীনতা অর্জন করে। এরপর থেকেই ৯ আগস্ট দিনটিকে ভারতছাড়ো দিবস হিসেবে উদযাপন করা হয়। সারা দেশের সঙ্গে রাজ্যেও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দিবসটি পালন করে।

এবারও তার ব্যতিক্রম নয়। শুক্রবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। সেখানে জাতির জনক মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষ চন্দ্র বসু, জওহর লাল নেহেরুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতা কর্মীরা। এর পরে তারা যান গান্ধী ঘাটে। সেখানেও শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।

উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, যুব নেতা নীল কমল সাহা সহ অন্যরা। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, বর্তমানে ভারত জড়ো গণ আন্দোলন সারা দেশ ব্যাপী শুরু হয়েছে। তিনি বলেন, আজকে দেশে গণতন্ত্র, সংবিধান, দেশের ঐতিহ্য , সংহতি বিপন্ন। এই বিপন্নতার সময়ে সকল স্তরের মানুষকে নিয়ে ভারত জড়ো ন্যায় কর্মসূচী সারা দেশে ছড়িয়ে দেওয়া।

 

 

Exit mobile version