জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ব্লাড ব্যাংকের রক্তের স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে রাজধানী আগরতলার কুঞ্জবনস্থিত শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজের বর্ষপূর্তি উপলক্ষে এন এস এস ইউনিটের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার। ইংরেজি মিডিয়াম এই কলেজের বর্ষপূর্তিতে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। তাছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা।এই রক্তদান শিবিরে কলেজের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অধ্যাপক অধ্যাপিকারা ও অংশগ্রহণ করেন। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করে মেয়র দীপক মজুমদার বলেন, এধরনের রক্তদান শিবির চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে। পড়াশুনার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা সামাজিক দায়িত্ব হিসেবে এই রক্তদান শিবিরে এগিয়ে আসায় সন্তুষ্টি ব্যক্ত করেন তিনি। রাজ্যের প্রথম ইংরেজি মাধ্যম কলেজ যা আগামী দিনে ছাত্র-ছাত্রীদের সুযোগ করে দেবে এবং কলেজের পঠন পাঠন সমৃদ্ধ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এদিনের এই রক্তদান শিবিরকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।