জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাফাই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় বরাবরই অঙ্গীকারবদ্ধ আগরতলা পুর নিগম। যারা হাজারো রোগ জীবাণুর হাত থেকে পুর এলাকার সাধারণ নাগরিকদের জীবন রক্ষা করছে তাদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার বিভিন্ন সময়ে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে থাকে। সাফাই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় সরকার চালু করেছে সাফাই মিত্র সুরক্ষা অভিযান। এই অভিযানের মাধ্যমে আগরতলা পুর নিগম সহ রাজ্যের সব কয়টি পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এলাকায় আয়োজন করা হচ্ছে সাফাই মিত্র স্বাস্থ্য শিবির। শুক্রবার আগরতলা পুর নিগমে আয়োজন করা হয় সাফাই মিত্র স্বাস্থ্য শিবির |এদিন স্বাস্থ্য শিবিরের পাশাপাশি সাফাই কর্মীদের মধ্যে ড্রেস ও বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরগণ। উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি কমিশনারও।