জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার সাত সকালে ভয়াবহ যান দুর্ঘটনার সাক্ষী রইলো রাজধানীবাসী। জানা যায় মহারাজগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় লরি ও স্কুটির সংর্ঘষ ঘটে , আর এই সংঘর্ষে আহত হয়েছে এক স্কুটি চালক অল্পেতে রক্ষা পেল প্রাণ। স্হানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর পাঠালে দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান।এদিন এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল ৪টা নাগাদ গণরাজ চৌমুহনী থেকে টিআর০১এএম৯৮৩৬ নম্বরের এক স্কুটি চিত্তরঞ্জন রোডের দিকে যাচ্ছিল। ওই সময় এনএল০১এএ০১৩৫ নম্বরের একটি বার চাকার লরির সাথে স্কুটি সংঘর্ষ ঘটে।তাতে গুরতর আহত হয়েছেন তিনি।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।