জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাত বছরের বাচ্চাকে গাছে চড়িয়ে দিয়েছে এক নর পাসন্ড । অভিযোগ কলকলিয়া এলাকায় মনুশীল নামে এক ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে একটি শিশুকে গাছে চড়িয়ে দেয় । মূলত সুপারি পেরে দেওয়ার জন্য শিশুটিকে ডেকে নিয়েছিল মনুশীল । আর সেখানেই ঘটে বিপত্তি । চিকিৎসকরা জানিয়েছে শিশুটির পা পিছলে পড়ে গিয়ে তার পায়ের একটি পাটি ভেঙ্গে যায় । বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কা জনক । চিকিৎসকরা শিশুটিকে জিবি হাসপাতালে রেফার করে দেয় । বর্তমানে অর্থের অভাবে শিশুটির চিকিৎসা পরিষেবা চালিয়ে যাওয়া পরিবারের কাছে দায়ভার হয়ে দাঁড়িয়েছে । প্রসঙ্গত শিশুটির মা, আগেই প্রয়াত হয়েছে। বর্তমানে তাকে দেখাশোনা করার জন্যও পরিবারে কোন লোকজন নেই । এই পরিস্থিতিতে শিশুটির চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করার জন্য মনু শীলের পরিবারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে ।