জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার দুপুর বারোটা নাগাদ সাবরুম মৈত্রী সেতু সংলগ্ন স্থান থেকে শুরু হয় সাত দিন ব্যাপী প্রদেশ যুব মোর্চার উদ্যোগে নমো যুব বাইক যাত্রা সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্জী
এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, মনু বিধানসভার বিধায়ক মাইলাফ্রু মগ, দক্ষিণ জেলার বিজেপি সভাপতি শংকর রায়, দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
সবুজ পতাকা নাড়িয়ে এবং বাইক চালিয়ে সাত দিন ব্যাপী বাইক যাত্রার সূচনা করেন উপস্থিত নেতৃবৃন্দরা। প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে আইনের শাসন নেই বলে যেভাবে প্রচার করছে কমিউনিস্ট ও কংগ্রেসরা তার তীব্র বিরোধিতা করে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দেন। পাশাপাশি রাজ্যে উন্নয়নমূলক কাজ গুলি সবার মধ্যে পৌঁছে দিতে যুবকদের আহ্বান করেন।