Site icon janatar kalam

সাউন্ডবক্স বাজেয়াপ্ত করলো এনসিসি থানার পুলিশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাত দশটার পর উচ্চ স্বরে সাউন্ড বাক্স বাজানো আইনত নিষিদ্ধ। অতিরিক্ত শব্দে সাউন্ড বক্স বাজানোর অপরাধে তিন জায়গায় অভিযান চালিয়ে সাউন্ড বক্স বাজেয়াপ্ত করলো এনসিসি থানার পুলিশ! সবচাইতে আশ্চর্যের বিষয় হলো আগরতলা সরকারি মেডিকেল কলেজের হোস্টেলে রাত দশটার পর উচ্চ স্বরে সাউন্ড বাক্স বাজানো হচ্ছিলো।

একে তো সরকারি প্রতিষ্ঠান। তার উপর ভবিষতের ডাক্তাররা যদি হাসপাতালের সামনে এই ভাবে উচ্চস্বরে সনদ বাক্স বাজান তাহলে কিইবা করার আছে। যদিও এন সি সি থানার পুলিশ সাউন্ড বক্সগুলি বাজেয়াপ্ত করেছে। তাছাড়া চানমারী ও বড়জলা এলাকাতেও অভিযান চালিয়েছে এন সি সি থানার পুলিশ।

মোট ১২ টি লাউড স্পিকার সহ অন্যান্ন আনুষঙ্গিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। থানার ওসি সুশান্ত দেব জানিয়েছেন এগুলির বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। আগামী দিনগুলিতেও এই ধরণের অভিযান জারি থাকবে বলে জানান তিনি।

Exit mobile version