Site icon janatar kalam

সাইবার ক্রাইম অপরাধ সংক্রান্ত বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার লক্ষ্যেই এই রেলি : কিরণ কুমার কে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার রাজধানীর এডিনগর পুলিশ মাঠ থেকে এক রেলি ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরুষ ও মহিলা পুলিশ কর্মী ,সিভিল ডিফেন্স সার্ভিস ভলেন্টিয়ার সহ এসপিও কর্মীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর প্রথম ত্রিপুরা পুলিশ গঠন করেছিলেন। সেই ত্রিপুরা পুলিশ শতবর্ষ পেরিয়ে এখন ১৫০ বছরে পা দিয়েছে।

এই দীর্ঘ চলার পথে কত কত ইতিহাস রচিত হয়েছে, তার কোনও ইয়ত্তা নেই। এই চলার পথে ব্যর্থতা যেমন আছে, তার চাইতে কয়েক গুণ বেশি আছে সাফল্য। ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগরতলাস্হিত এডি নগর পুলিশ মাঠ থেকে শুক্রবার সকালে এক রেলি ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয।

এই উপলক্ষে এডিনগর পুলিশ মাঠে উপস্থিত ছিলেন ডিআইজি মঞ্চাক একপার,পশ্চিম ত্রিপুরার এস পি কিরণ কুমার কে সহ আরো অন্যান্যরা। পুরুষ ও মহিলা পুলিশ কর্মী ,সিভিল ডিফেন্স সার্ভিস ভলেন্টিয়ার সহ এসপিও কর্মীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিন এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে জানান, সাইবার ক্রাইম অপরাধ সংক্রান্ত বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার লক্ষ্যেই এই রেলি এবং ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শেষে পুরুষ এবং মহিলা বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রাজ্য পুলিশের দেড়শ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার রাজ্যের অন্যান্য জেলা ,মহকুমা এবং থানা গলিতেও অনুরূপ রেলি এবং ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

 

Exit mobile version