Site icon janatar kalam

সাংসদ বিপ্লব কুমার দেবকে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রীর চিঠি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করির সাথে সাক্ষাৎ করে সংশ্লিষ্ট মন্তকের অধীন ত্রিপুরায় চলমান ১১ টি কাজের বর্তমান অবস্থা ও গুনগত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি বেশ কিছু দাবি উত্থাপন করেছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

আজ বিপ্লব কুমার দেবকে চিঠির মাধ্যমে তাঁর উত্থাপন করা বিষয় গুলির অগ্রগতি ও বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি। যেখানে নেশান্যাল হাইওয়ে হিসেবে কমলপুর-আমবাসা-গন্ডাতুইসা-অমরপুর-শান্তিরবাজার দুই লেন ও পেভ সোল্ডারের কাজের বিষয়ে জানানো হয়েছে।

বিলোনিয়া – জুলাইবাড়ি সড়কের উন্নীতকরণ ও দুই লেনে প্রশস্তকরনের বিষয়ে বিপ্লব কুমার দেবের প্রশ্নের জবাবে জানানো হয়েছে, ২০২২ এ তা সম্পন্ন হওয়ার কথা থাকলেও, জমি অধিগ্রহনে বিলম্ব, স্থানীয় কিছু ইস্যু, ইউটিলিটি শিফটিং সহ অনুসাঙ্গিক কিছু কারনে তা বিলম্বিত হয়েছিল, কিন্তু ৩০/০৪/২০২৫ এ এর ফিজিক্যাল প্রগ্রেস প্রায় সম্পন্ন হয়েছে। কৈলাশহর – ফুলতলি সড়কের দুই লেনে উন্নীত করার বিষয়ে জানানো হয়েছে, এই সড়কটির কাজও প্রায় ৯৬% সম্পন্ন এবং ৩০ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে।

গোমতি ও মুহুরী নদীর উপরে আরসিসি ব্রিজের কাজ এবং সাব্রুম আগরতলা এপ্রোচ রোডের ব্রিজের কাজের অগ্রগতি সম্পর্কে জানানো হয়েছে যে, নদী স্রোতের বাঁধা সহ অনুসাঙ্গিক বিভিন্ন কারনে এই কাজের গতি হ্রাস পেয়েছিল। বর্তমানে এর অগ্রগতি প্রায় ৬১ শতাংশ। গুনমান বজায় রেখে এই কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য কন্ট্রাক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথ্যায় ব্যবস্থা গ্রহণেরও কথা উল্লেখ করা হয়েছে।

কৈলাশহর কুর্তি ব্রিজ সেকশন পর্যন্ত কাজের অগ্রগতি নিয়ে জানানো হয়েছে যে, এই কাজে অধিক বিলম্বের জন্য প্রথম কন্ট্রাকটরকে এই কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে গত বছর সেপ্টেম্বর মাসে, অন্য সংস্থা টেন্ডারের মাধ্যমে অবশিষ্ট কাজের বরাত পায়। বর্তমানে কাজের অগ্রগতি প্রায় ১৬ শতাংশ।

চম্পকনগর থেকে খয়েরপুর পর্যন্ত চার লেনে উন্নীত করার বিষয়ে এই পত্রে জানানো হয়েছে, এই কাজটি ২৭ সেপ্টেম্বর ২০২৬ এ সম্পন্ন হওয়ার কথা, বর্তমানে কাজের অগ্রগতি প্রায় ২৩ শতাংশ। লালছড়া – কাঞ্চনপুর সেকশনের বিষয়ে জানানো হয়েছে, এই কাজের তদারকির জন্য কনসালটেনসি আজেনসি নিযুক্ত করা হয়েছে। তারা কাজের অগ্রগতি ও গুনমান সমস্ত কিছুতে লক্ষ্য রাখছে।

তৎসঙ্গে ২০২৪ সালে ভারী বন্যায় অনেক সড়কের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রটেকশন ওয়াল। কোথাও আবার সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এই মর্মে জানানো হয়েছে, বন্যা পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত নির্মাণ সারাইয়ায়ের উদ্যোগ নেওয়া হয়েছিল। কমলপুর -আমবাসা -গন্ডাতুইসা-অমরপুর – শান্তিরবাজার দুই লেন (পেভ সোল্ডার) সড়ক টি ধলাই ও দক্ষিন ত্রিপুরার মধ্যে দিয়ে যাবে। যা ডম্বুর ছবিমুড়ার মত দুটি পর্যন্ত কেন্দ্র হয়ে যায়, যা মৈত্রী সেতু হয়ে চিটাগাং বন্দরের সাথে যোগাযোগের যোগাযোগের অন্যতম পথ হিসেবে উঠে এসেছে। এই বিষয়ে পত্রে জানানো হয়েছে যে, নিয়ম নীতি অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Exit mobile version