জনতার কলম ওয়েবডেস্ক :- বুধবার, সাংসদ থেকে সাংসদদের সাসপেন্ড করার বিষয়ে, কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, “এখন, আমরা গত কয়েকদিনে দেশে যা দেখেছি তা সাংসদীয় গণতন্ত্রের প্রতারণা। সাংসদীয় গণতন্ত্রের সমগ্র ইতিহাসে পৃথিবীর কোনো দেশে কখনোই কোনো সাংসদ ১৫০ জন সাংসদ সদস্যকে স্থগিত বা বহিষ্কার করেনি। যখন সাংসদ অধিবেশন চলছে, যে কোনো কিছু ঘটুক না কেন, সরকারকে অবশ্যই সাংসদে আসতে হবে এবং বাইরে যাওয়ার আগে তাদের সঙ্গে আলোচনা করতে হবে।
নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে বিরোধী দল আলোচনার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংসদে এসে কথা বলার অনুরোধ করলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসেননি। বাইরে গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন, প্রেস ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু সাংসদের ভেতরে তিনি কথা বলতে প্রস্তুত ছিলেন না। এই কারণেই বিরোধীরা প্রতিবাদ করেছে। আমরা জাতীয় গুরুত্বের বিষয়ে বড় বিতর্কে অংশ নিতে চেয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আমরা যা দেখেছি, সাংসদে বিরোধী দলকে দায়িত্বশীলভাবে কাজ করতে দিতে সরকারের কোনো আগ্রহ নেই।