Site icon janatar kalam

সাংবিধানিক সমাধানের দাবিতে আমরণ অনশনে যাচ্ছেন প্রদ্যুৎ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আমরণ অনশনে যাচ্ছেন তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। নিজ সামাজিক মাধ্যমে এমনটাই জানালেন মহারাজ। শনিবার বড়মুড়ায় গিয়ে আন্দোলনের জায়গা পরিদর্শন করলেন দলের নেতৃত্বরা।

মূলত সাংবিধানিক সমাধানের দাবিতে এই সিদ্ধান্ত মহারাজের বলে জানা গিয়েছে এবং অনশন শুরু হবে ২৮শে ফেব্রুয়ারি থেকে । তিনি নিজ অভিমত ব্যক্ত করতে গিয়ে সামাজিক মাধ্যমে জনিয়েছেন লিখিতভাবে আমাদের সাংবিধানিক সমাধান না পেয়ে কারও সঙ্গে জোট নয়!

আমাকে মরতে হলেও আমি সামনে থেকে নেতৃত্ব দেবো আমি আমার জনগণের জন্য করব। তাছাড়া আমরা কি চেয়েছি ? আমাদের রাজ্যে আমাদের জায়গা চেয়েছি কিন্তু ভারত সরকার আমাদের দেয়নি। আমি খুবই দুক্ষিত, যে মোদীজির অমৃত কালে জনজাতিরা গৃহহীন বলেও মন্তব্য করলেন তিনি।

 

 

Exit mobile version