Site icon janatar kalam

সাংবাদিক হেনস্থা দ্বারস্থ জেলা শাসক ও অতিরিক্ত পুলিশ সুপারের নিকট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশালগড় রামছড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রশাসনিক আধিকারিকদের দ্বারা হেনস্থার শিকার দুই সাংবাদিক ।ঘটনা বিবরনে জানা যায় বৃহস্পতিবার দুপুর বিশালগড় থানাধীন রামছড়া এলাকায় দ্বিগবিজয় অধিকারীর বাড়িতে সুজাতা ধামের নেতৃত্বে আসাম রাইফেলসের জোয়ানরা অভিযান চালায় ।সেই খবর শুনে বিশালগড় থেকে দুই সাংবাদিক কুমার গৌরব রায় ও রাসেল আহাম্মেদ খবর সংগ্রহ করতে গেলে সঠিক পরিচয় দেওয়ার পর ও লেডি সুজাতা ধামের নেতৃত্বে আসাম রাইফেলসের জওয়ানরা সাংবাদিকের উপর আক্রমণ করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় ।সেই পরিপ্রেক্ষিতে বিশালগড়ে সমস্ত সাংবাদিকরা শুক্রবার দুপুরে বিশ্রামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী সহ জেলাশাসক ডক্টর বিশাল কুমার এর নিকট এক ডেপুটেশনে মিলিত হন । ডেপুটেশনে বিশালগড়ে সমস্ত সাংবাদিকরা উপস্থিত ছিলেন তাদের দাবি লেডি সুজাতা ধাম ও আসাম রাইফেলসের জওয়ানদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলাশাসক জানিয়েছেন আগামী ১২ ঘণ্টার মধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। জানিয়েছেন প্রেসক্লাবের সম্পাদক তাজুল ইসলাম ।

 

Exit mobile version