জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান সরকার মিডিয়া বান্ধব সরকার। বর্তমানে নতুন নতুন অনেক সংবাদপত্র ছাপা হয়। বর্তমানে রাজ্যের মানুষ স্থানীয় সংবাদপত্রকে বেশি গুরুত্ব দেয়। সংবাদপত্রের পাশাপাশি বর্তমানে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমেরও গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে মিডিয়া ওয়াকশপের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবের সহযোগিতায় রাজ্যে কর্মরত সাংবাদিক, সংবাদ প্রতিনিধি, চিত্র সাংবাদিক ও সংবাদ পাঠক পাঠিকাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালার আয়োজন করেছে। ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর এই কর্মশালা হবে। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে কর্মশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে সহ অন্যরা।এদিন মুখ্যমন্ত্রীর হাতে ভিত্তি প্রস্তর স্থাপন হয় প্রেসক্লাবের লিফট-র।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন সাংবাদিকদের উপর আক্রমণ কোন অবস্থায় বরদাস্ত করা হবে না । তিনি আরও বলেন বর্তমান সরকার প্রতিষ্ঠার পর যেখানেই সাংবাদিকদের সমস্যা হচ্ছে সেখানেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মশালায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সাংবাদিকরা অংশ নেবেন।