জনতার কলম ওয়েবডেস্ক :- তেলেঙ্গানায় শুরু হয়েছে ভোট যুদ্ধ। ওই রাজ্যে ২২১জন মহিলা এবং একজন ট্রান্সজেন্ডার সহ ১০৯ টি জাতীয় ও আঞ্চলিক দলের ২,২৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিন হায়দ্রাবাদের সস্ত্রীক ভোট দিয়েছেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।এদিন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এবং তার স্ত্রী রেণুকা হায়দ্রাবাদের একটি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সাংবাদিকদের মুখোমুখী হয়ে ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, এটি ভোটার দিবস। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে আপনাকে ভোট দিতে হবে। এটাকে ছুটির দিন মনে করবেন না।