Site icon janatar kalam

সশস্ত্র বাহিনী সম্পর্কে সচেতনতা বাড়াতে ফটিকরায়ে আসাম রাইফেলসের উদ্যোগ

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- দেশের যুবসমাজকে সশস্ত্র বাহিনী সম্পর্কে সচেতন ও অনুপ্রাণিত করার উদ্যোগে আসাম রাইফেলস শনিবার ফটিকরায়ে গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজন করল একটি বিশেষ ‘নো ইওর আর্মি’ বক্তৃতা কর্মসূচি।

এদিনের অনুষ্ঠানে মোট ৯৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। তাঁদের সামনে ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের গঠন, দায়িত্ব, কর্মপদ্ধতি এবং দেশের প্রতি অবদানের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি সশস্ত্র বাহিনীতে কর্মজীবনের সম্ভাবনা, শৃঙ্খলা ও জাতীয় সেবার গুরুত্ব সম্পর্কেও আলোচনা করা হয়।

ইন্টারঅ্যাক্টিভ এই সেশনটি ছাত্রদের মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে এবং অনেকেই ভবিষ্যতে সশস্ত্র বাহিনীতে যোগদানের আগ্রহ প্রকাশ করে।

আসাম রাইফেলস জানিয়েছে, এ ধরনের জনসংযোগমূলক কর্মসূচির মাধ্যমে তারা যুবসমাজের সঙ্গে সংযোগ বৃদ্ধি এবং সমাজগঠনমূলক কার্যক্রমে আরও ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

Exit mobile version