জনতার কলম ওয়েবডেস্ক :- প্রচারে মানুষের ব্যাপক সাড়া মিলেছে। নিজের জয় নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ৪ নং আসনের বিজেপি প্রার্থী বলাই গোস্বামী। তিনি এদিন বিরোধীদের সমালোচনা করেন। বিজেপি প্রার্থী অভিযোগ করেন, মানুষকে বিভ্রান্তি করার জন্য প্রচারে বাধা দেওয়া হয়েছে বলে অপপ্রচার করেছে বিরোধীরা।
তাদের মুখ দেখানোর জায়গা নেই। ত্রি-স্তর পঞ্চায়েতের সরব প্রচার শেষ হয় মঙ্গলবার। শেষদিনেও প্রচারে ঝড় তুললেন প্রার্থী বলাই গোস্বামী। এদিন বিজেপি প্রার্থীর সমর্থনে হয় বিশাল বাইক ও অটো রিক্সা রেলি। মিছিলটি শালবাগান অক্সিজেন পার্কের সামনে থেকে বের হয়। ৪ নং আসনের বিভিন্ন এলাকা ঘুরে।
মিছিলকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। উপস্থিত ছিলেন প্রার্থী ছাড়াও প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস সহ অন্যরা। ৮ আগস্ট পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ।