Site icon janatar kalam

সরকার ও সাধারণ জনগনের উভয়ের মিলিত প্রচেষ্টার মধ্যদিয়েই দুর্ঘটনা হ্রাস সম্ভব : কল্যাণী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছরই রাজ্যের বিভিন্ন জায়গায় সড়ক নিরাপত্তা সংক্রান্ত উপযুক্ত সচেতনতা তৈরি করার লক্ষ্য নিয়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ। এর অঙ্গ হিসেবে সড়ক নিরাপত্তা সপ্তাহ, যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়ার অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে এক উচ্চ পর্যায়ের সচেতনতা মূলক কর্মশালা আয়োজিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যানী রায়, জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এদিন, অনুষ্ঠানে জনগণের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘সড়ক সুরক্ষা মাস’ পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ জনগণ, গাড়ি/বাইক চালক, ছাত্রছাত্রী ও অন্যান্য সকল অংশের মানুষকে সুরক্ষার ব্যাপারে সচেতন করা।

কিন্তু আমাদেরকে সড়ক সুরক্ষা সপ্তাহ কেবল পালন করলেই চলবেনা, বাস্তবে সড়ক সুরক্ষাকে নিশ্চিত করতে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আর বর্তমান সরকার সেই দিশাতেই কাজ করছে। ইতিমধ্যে সরকার প্রতিটি বিদ্যালয়ের সামনে জেব্রা ক্রসিং ও দুর্ঘটনা এড়ানোর জন্য ওয়ান ওয়ে পথের ব্যাপারে চিন্তাভাবনা করছে।

জনসংখ্যা ও আর্থিক অগ্রগতির সাথে, সাথে যানবাহনের সংখ্যাও দিন, দিন দ্রুত মাত্রায় বেড়ে চলেছে আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা। তাই সড়ক সুরক্ষায় কেবল সরকার নয়, দায়িত্ব নিতে হবে সাধারণ জনগণকেও আর উভয়ের মিলিত প্রচেষ্টার মধ্যদিয়েই দুর্ঘটনা হ্রাস সম্ভব।

Exit mobile version