Site icon janatar kalam

সরকার অত্যন্ত অমানবিক, বিকল্প ব্যবস্থা না করে এরকম ঘটনা খুবই নিন্দনীয় : মানিক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিগত কয়েকদিন আগে শহরের লেইক চৌমুহনী বাজার পরিদর্শনে গিয়েছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালেই রাস্তায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটের মালিকদের দখলমুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা তাতে কর্ণপাত করেননি।

তাই বুধবার নিশিরাতে বুলডোজার দিয়ে বেশ কিছু সংখ্যক বেআইনিভাব গজিয়ে ওঠা দোকানপাট ভেঙ্গে দিয়েছে আগরতলা পুর নিগম। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাংশ ব্যবসায়ীর। বৃহস্পতিবার লেইক চৌমুহনী বাজারে ধ্বংসাবশেষ দেখতে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এদিন তিনি কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে। পরে সংবাদ মাধ্যমক তিনি জানান যে ঘটনা আগরতলা পুর নিগম সংগঠিত করেছে তা অত্যন্ত অমানবিক , যারা এখানে পসরা সাজিয়ে বসে তারা দিন দরিদ্র এই কথা পুর নিগম ও রাজ্য সরকার ভালভাবে জানেন , তারপরেও এরকম ঘটনা ঘটানো কোন প্রকার বিকল্প ব্যবস্থা না করে এরকম ঘটনা খুবই নিন্দনীয়। তাছাড়া বিগত বামফ্রন্ট সরকারের আমলে এই এলাকা ও এই বাজারসহ সুনির্দিষ্ট উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহন করা হয়েছিল বলেও জানান তিনি।

 

 

 

Exit mobile version